নিদারুণ তৃষ্ণা বুকে
দেখাব কাকে
পাইনে কি, পেয়েছি
পাওয়ার মাঝেও হারিয়েছি
আমার বাংলাকে
দীর্ঘক্ষণ আমার মাকে
হারিয়েছি প্রিয় খালাকে
মামার সূর্যটা ও ডুবেছে পশ্চিমদিকে
হারানো গল্পটা
লোকানো যন্ত্রণাটা
চলাটা এতই ভারী
ডুবো ডুবো জীবন তরী
এখন হাওয়াতেই ভয়
সময়তো হচ্ছে ক্ষয়
তরীতো এখনো যায়নে কিনারায়
বাংলার পথ এখনো দূর সীমানায়▪▪▪▪
      (প্রবাস থেকে)05_01_2017