নদী-নালা, হাওর-বাওর, খাল-বিল
গাছে গাছে উড়ছে দেখ দোয়েল,কাক,চিল
নদীতে বইছে দেখ মাছ
কৃষকেরা করছে ক্ষেতে চাষ
যেন এক অপরূপ লীলাভূমি
আমার মাতৃভূমি ।


আউশ,আমন,বরুয়া ক্ষেতে
যব ফলন  ভাল হয় জমিতে
কৃষক যায় ঘরে হাসিতে-হাসিতে
বসে কৃশাণীর পাশে
কৃশাণী ও চেয়ে চেয়ে হাসে
আর কি মধুর ভালবাসায় ভাসে
ঐ প্রেমিক, প্রেমী
আমার মাতৃভূমি


পদ্মা, মেঘনা, যমুনায়
জেলেরা জাল বায়
ইলিশ, রুই,কাতলায়
ভরে উটে তার জাল
হেসে উটে তার ঘাল
ঠান্ডায় চোখ দুটি তার লাল
তবুও সে হয় বাজারগামী
আমার মাতৃভূমি ।


হাকালুকি হাওরে বর্ষায়
পাল তুলে মাঝি যায়
গান গেয়ে দূর সীমানায়
দূর থেকে দেখে
কে যেন তারে ডাকে
আয় আয় বলে আমার দিকে
সে ও যায় ঐ পানে,বড় করুণাকামী
আমার মাতৃভূমি


হাডু -ডুডু , কাবাডি, রসিকতার গান
ছায়া-ছন্দ, কবিতা, পালা-যাত্রাগান
স্বরে স্বরে স্পন্দনে মেতে উটে প্রাণ
কেউ করে হাসি-খুশি
কেউ ধরে মোহন বাঁশি
কেউ বলে দেখ হাসছে শশী
এমন মায়াবী দেশ
আমার বাংলাদেশ
খুঁজে পাবে না পৃথিবী
আমার মাতৃভূমি ।
                  24-01-2016