কনকনে শীত,সীন নদীর তীর
আইফেল টাওয়ার,মানুষের ভীর
যানজট আর মানুষের অস্হীর
কাজের ব্যস্ততা, রং ডং খেলনা
আর ভাল্লাগে না।


পেরিস গেইট আর রাজার বাড়ি
মিউজিয়াম লুভ আর সুন্দর গাড়ি
মন্টপারনাস আর বিল্ডিং সারি সারি
লাল নীল কাপর আর গয়না
আর ভাল্লাগে না।


কাজের চাপ আর টাইম মেনে চলা
ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন ভাষায় বলা
ভিন্ন গান ভিন্ন মেলা
এসব যে আর সয় না
আর ভাল্লাগে না।


শ্রভ্র তুষার আর শীতের কাপড়
মেট্র-রেল,বাস আর পরদেশী ঘর
রাতের পেরিস আর কাজ রাতভর
টেম্পল-মন্দির, গীর্জা
আর ফুলে ভরা বাগানখানা
আর ভাল্লাগে না।


বাংলার নাতীশীতোষ্ণ হাওয়া
বাবার স্নেহ আর মায়ের মায়া
প্রতিবেশির টান আর শান্তির গান গাওয়া
মনে পড়ে আমার ঐ বাংলার ঠিকানা
তাই এ সব আর ভাল্লাগে না।