হঠাৎ ফ্লাশ ব্যাকে
মন চেয়ে দেখে
অনেক কিছু হতে পারবে না  আর
সব কটি দরজায়
বন্ধ হলো থালায়
এখন আর আশা হবে না পুরার ।


সময়ের কাজ সময়েই করা
সময় গেলে যায়নি ধরা
এমনি কথা শুনেছি অনেক
বুঝে ও বুঝিনি, শুনে ও শুনিনি
কোন আনমনে কিছুই মানিনি
কাটিয়ে দিয়েছি জীবন অর্ধেক ।


অতীত যায় না বদলানো
ভবিষ্যত নিজের অধীনে আনো
এটাই হবে মূলমন্ত্র  
অতীতের ভুলের মাঝে
ফিকির না করে, অগ্রসর কাজে
দিয়ে গড় তব যন্ত্র।


ভুলে ভুলে জীবন গেলে
সুধরাবে বল কোন কালে
সুধরানোর এখনিতো সময় বর্তমান
আজ নয় কাল, কাল নয় পরে
এভাবে কাটিয়ে যাবে অকাতরে
হঠাৎ হয়ে যাবে অবসান ।


লক্ষ্য যদি অটুট হয়
মঙ্গল গ্রহ ও  বিজয়
নিশ্চিত নিশ্চিত হয়
তাই আর নয় দেরি
চল ঐ পথ ধরি
যেখানে আমাদের লক্ষ্যময় ।