কালো চাদরে ঘেরা ঐ ঘর
               পরিচিত বলে কাবা ঘর
      সেই ঘর পানে              বড় মন টানে
               মন আজ ভীষন উতলা
         যদি করতাম তাওয়াফে বায়তুল্লাহ ।।


                কত হাজী কত মুসাফির
         কত আলীম ওলামা করছেন ভীর
    তাঁদের সাথে সাথে         চায় মনে মিশতে
               মেটাতে আমার ও জ্বালা
         যদি করতাম তাওয়াফে বায়তুল্লাহ।।


            হাজীদের মতো এহরাম বেঁধে
          দুচোখে সুরমা মেখে কেঁদে কেঁদে
     জলে ভাসতাম               আর বলতাম
          আমাকে বানাও প্রভু সুপথওয়ালা
          যদি করতাম তাওয়াফে বায়তুল্লাহ ।।।


            লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক
           এ স্বর তুলে ঘুরতাম কাবা চৌদিক
       এ স্বরে স্বরে                     রিদয় জুড়ে
              মুছে যেতে সব ঝং ধরা কালা
         যদি করতাম তাওয়াফে বায়তুল্লাহ।।


         হাজরে হাসওয়াদ ঐ পবিত্র পাথরে
              চুমু খেতে দিও রব  আমারে
      মাকামে ইব্রাহিমে               দিও দমে দমে
               পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ
         যদি করতাম তাওয়াফে বায়তুল্লাহ।।।