সবুজে সমারোহে আচ্ছন্ন
সুখ শান্তিতে যে পরিপূর্ণ
ভালবেসে যে একে অপরকে করে দান
সে তো মাতৃভূমির টান
আমার প্রাণের প্রাণ
আমার সোনার দেশ বাংলাদেশ ।


আযানের ধ্বনি শুনে
কৃষক যায় মাঠে ময়দানে
ফেলে কিছু বীজ মাটি উর্বর
গজায় নতুন শাখা হয় নির্ভর
এ যে খোদারী দান।
সে তো আমার প্রাণের প্রাণ
আমার সোনার দেশ বাংলাদেশ ।


ভালবাসা বলে কাকে
ভালবাসে মা ছেলেকে
ভাই ভালবাসে তার ভাইকে
বাবার আদর স্নেহ
বড় হয়ে ও যেন হ
ছোটদের মতো ভালবাসে যান।
সে তো আমার প্রাণের প্রাণ
আমার সোনার দেশ বাংলাদেশ ।


আঁকা বাঁকা পথচলা
নদী পথ বয়ে যাওয়া
পাল তুলে তরী বাওয়া
জাল ফেলে মাছ ধরা
কোকিলের তান করা
এ যেন এক অপরূপ দৃশ্য মহান।
সে তো আমার প্রাণের প্রাণ
আমার সোনার দেশ বাংলাদেশ ।