কোন এক প্রিয়জনের মরনের পর থেকে
ভীষণ কাঁদতে দেখেছি আমার মাকে
মায়ের চোখের সেই জল দেখে
যে মরনভয় ঢুকেছিল
সে ভয় আজ ও কাটেনি ।


কালো মেঘে আকাশটা ঢাকার পরও
সৃর্যটাকে দেখেছি মেঘের ফাঁকে হাসতেও
কিন্তু আমি দেখিনি এখনো ও
জল শুকানো মায়ের চোখখানি
যে মরনভয় ঢুকেছিল
সে ভয় আজও কাটেনি ।


মাকে কাঁদতে দেখেছি আমার  অসুখে
কখনো কাঁদতে দেখেছি সুখে ও দুখে
কিন্তু কখনও দেখিনি জল ঝরিয়ে যেতে বুকে
এবার দেখেছি প্রিয়জন হারানোর পর
জলে ভাসিয়ে যেতে মায়ের বুকখানি
যে মরনভয় ঢুকেছিল
সে ভয় আজও কাটেনি ।


সন্ধ্যাকাশে মিটি মিটি তাঁরা ও হাসে
কিন্তু মা,তো প্রিয়জনকে ভালবাসে
বলেই, সে শুধু নয়ন জলে ভাসে
তবুও হারানো সেই বন্ধনের
প্রিয় সৃতিগুলোর  ইতি টানেনি
যে মরনভয় ঢুকেছিল
সে ভয় আজও কাটেনি ।