আমি যতই করি না বাড়াবাড়ি
দেই না দেশ বিদেশ পাড়ি
বল ও ! আমার কি সাধ্য আছে
দিতে পাড়ি তোমার ঐ সীমানা
ও গো রাব্বুল আলামীন
আমায় দাও নাজাতের ঠিকানা !


আমি যেতে পারি তাজিংডং
               কিংবা হিমালয়ে
অথবা   পৃথিবীর    নিঝুম
                          নিরালয়ে !
ভাবতে পারে অবুঝ এ মন
এখানে আমিই একজন
অবুঝ এ মন বুঝবে কি করে
এ তোমার নিদের্শনা
ও গো রাব্বুল আলামিন
আমায় দাও নাজাতের ঠিকানা !


কখনও চলে যাই তোমার অবাধ্যে
ফের ঘুরে যাই কেঁদে
তোমারই দরবারে
চাই ক্ষমা কর আমারে
তুমি ছাড়া ধরায় আমার
আর কেহ না
ওগো রাব্বুল আলামীন
আমায় দাও নাজাতের ঠিকানা !
                              15-01-2016