ভালবাসা,
              তোমাকে কলঙ্কিত করবো না
               যত্রেতত্রে ব্যবহার ও করবো না
               তুমি থাকবে মিলনের বন্ধন হিসাবে
                দেশ ও আমার মাঝে। তুমি রবে
                আমার মায়ের সামনে
                আমার প্রাণে ও মনে
                তুমি হবে যোগসূত্র নব্য-সম্পর্কের
                সাথে গুনি  ও মানি ব্যক্তি জনের
                তুমি করবে মিমাংসা ধনী-গরিবের
                কালো-সাদা, রাজা-প্রজাদের
                তোমাকে সম্মানের আসন দিব
                মুমিন মানুষকে ভালবেসে বলব
                 তুমি কলঙ্কিত নয়
                 তোমার হবে হবে জয়।


ভালবাসা
তোমাকে অপরাজেয় বাংলা, রমনার বটমূলে
গাছ-গাছালি কিংবা বনে-জঙ্গলে
একটি ধবধবে -লাল গোলাপ নিয়ে
কোনও একটি মেয়ের সামনে দাঁড়িয়ে
চরিত্র ধূলিসাৎ করার  জন্যে
ভ্রান্ত প্রেমিক হবার কারণে
ভালবাসি বলে কলঙ্কিত করবো না
তোমার কাঁধে আর নিন্দার বোঝা উটাব  না
তুমি  সুন্দর চাঁদের মতো
হাস্সোজ্জল সূর্যের মতো
শান্তির প্রতীক কবুতর হয়ে থাকবে
কেউ তোমাকে গালমন্দ দেবে না
তোমাকে কলঙ্কিত ও করবে না


07-01-2017