শুনেছি নাস্তিকরা যুক্তি ও বিজ্ঞানে বিশ্বাসী
ওরা বলে যা প্রত্যক্ষ নয়
তা বিশ্বাস যোগ্য ও নহে
এরা আবার  সেই মিথ্যুকের দল
অপ্রত্যক্ষকে ও বিশ্বাস করে।।


তারা বায়ু দেখেনি
তবে বিশ্বাস করে
ওরা উষ্ণ - শীত দেখেনি
অনুভব করে বিশ্বাস করে
এরা হলো রাতের বাদুড়
দিনের বেলা কিছুই দেখে না
রাতে শব্দ শুনে চলে।।


তারা কহে যার আকার আকৃতি নেই
সে কিছুই হতে পারে না
এরা আবার আলোতে বিশ্বাসী
এর বরযখের জিন্দেগিতে অবিশ্বাসী
তবে পানি হতে সৃষ্টিকূলের সৃষ্টি
তা মানে নাস্তিকবাসী।।


এরা নাস্তিক,  জ্ঞানহীন,
বধির, অন্ধ, কুলাংঙ্গার
এরা কখনো নয় ঠিক হবার ।