হাজীরা যব যায়
আমার ও মন চায়
যেতে মাদিনায়
সাধ্য কি আছে এমন
সাথে যাবে যখন তখন
পরে রয় মন আনমন ভাবনায় ।


জানি হাজার শোকের পরে
একটু সুখ এসে ঘিরে
আজ কিবা কাল
সেই আশায় আজ
হে প্রিয় সারতাজ
অকূল সাগরে তুলি তার পাল।


তুমি ডাক তুমারী প্রিয়জন
হয়তো আমি হয়নি এখন
তাদের ই মতন
আমিও যাব তোমায় ভালবাসে
যায় যাক প্রাণ , কি যায় আসে
হয়তো তুমিও ডাকবে কখন।


ভয় নেই বুকে
সাল্লুআলা মুখে
স্বপ্নের জালবুনি
ঐ দুরুদে কি যে শান্তি
আসে মনে,নেই কমতি
কানে মাদিনার শব্দ শুনি।


ও হাজী ভাই যাও কি করে
ফেলে এই অনাথেরে
শত চোখের জলে
যাও,যাও,যাও মাদিনায়
সালামখানি নিয়ে যাও রাওযায়
পৌছে দিও তার চরণতলে।
                         16-01-2016