বাবার বিশালতা এতই বড় যে
সেই কবে থেকে
ভাঙ্গতে শুরু করেছি
ভাঙ্গতে ভাঙ্গতে আমি ক্লান্ত হয়ে গেছি
কিন্তু বাবা ক্ষিপ্ত হয়নি।


যখন হোঁচট খেয়ে পড়ে যাই নর্দমায়
বাবা তখন আশার আলো নিয়ে কিনারায়
প্রেরণা যোগায়
বাঁচার নতুন সপ্ন দেখায়
তবুও পড়ে থাকতে দেয়নি
কিন্তু বাবা ক্ষিপ্ত হয়নি।


বাবার প্রিয় কপির মগটা আমি ভেঙ্গেছি
জীবনটা কাঁচের মতো তছনছ করেছি
তার সপ্নসব সাগরে ভাসিয়ে দিয়েছি
তার তন্দ্রা আমি কেড়ে নিয়েছি
এতো কিছুর পরও বাবা কয়লা হয়নি
বাবা ক্ষিপ্ত হয়নি।
04_01_2017