ভীষন্ন সমীরণে উড়ে
আমার বিরহের জল
বৃষ্টি হয়ে নেমে আসে
দহনে পুড়ে পুড়ে
ভষ্ম হয়ে যাই
শুধু তোমায় ভালবেসে ।


ভালবাসার এ কোন পরিণতি
বাঁধ ভাঙ্গা ঢেউয়ের জল
এ কোন শূন্যতা,যন্ত্রণা,আহাজারী
খুঁজাখুজি তব চরনতল.....


গুন-গুন স্বরে গান ধরে
গুন-গুন বাজে কলবে
হুম-হুম শব্দে অস্পষ্ট কবিতা
বারবার রিদয় খুঁড়ে খাবে.......


জলন্ত আগ্নেয়গিরির প্রেমের আগুনে
নিঃশেষ-অবসানে
যদি ফিরে পায় নিবিড় ছায়া
শান্তি  পরাণে
তবে ধন্য ধন্য ধন্য হবে মুর্শিদ
পুড়ে পুড়ে জীবনে।
              
               07-01-217