কেউ যদি যন্ত্রণার দাবানলে প্রতিনিয়ত জ্বলে
তবে শুনোও ! আগুন নিবে যাবে এখানে এলে
এখানে টুপুর টুপুর করে শান্তির ঝরনা পড়ে
যে পেয়েছে মজা ,বলো,সে কি আর রয় দূরে
এখানে পাঁচবার রাজার সাথে কথা হয়
নিমিষেই সব দুঃখ হয়ে যায় ক্ষয়
এখানে এলেই প্রাণ ভরে যায়
জীবনের নতুন এক শাখাও গজায়
এখানে ভেদাভেদ ভুলে সব হয় একাকার
ধনী-গরীব,কালো-সাদা সবার সমাধিকার
এখানে কিছু পাঠ হয় নীরবে সবাই শুনে
শুনার সাথে সাথে শান্তি ও আসে মনে
এখানে সবার প্রাণ সদা উৎফুল্ল থাকে
নীরবে নীরবে ধ্যানে বাদশাকে ডাকে
এখানে এলে শুধু ভাল কথাই বলা হয়
এখানে এলে সবদিকে মিলে শুধু জয়
তাই এখানে এসো, মসজিদে এসো
এখানে এলেই শান্তি বাটা হয়।
30-01-2017