কারো ধন আছে
মন নেই
কারো মন আছে
ধন নেই
যদি ধনে মনে
জন হতো
সমাজ আলোয়
ভরে যেতো।


আঁধারের কালো রাত্রিতে
শোনা যেত না
ছোট্ট কুটির ঘর থেকে
অনাহার শিশুর কান্না
তিন মাস হতে কঠিন অসুখ
আর অসহ্য যন্ত্রণায়
কোন মায়ের জল বালিশ ভিজিয়ে
পড়ত না মৃত্তিকায়
যদি সমাজে ধনে মনে
জন হতো।


কোন বাবা একান্নে
পা দিয়েও
কাঠ বনে যেত না
কাঠ কাটতেও
কোন মা চাকরানী হয়ে
কাজ করত না বৃদ্বাবয়সে
যদি সমাজে ধনে মনে
একজন যেত হয়ে।


02-02-2016