হঠাৎ চলতি পথে
পিছন হতে
কে যে হাত ইশারায়
ডাকছে আমায়
কি যেন ফেলে এসেছি
ঐ পিছনে পথে
আর খুব বেশি মিস করছি
চেয়ে চেয়ে পথ প্রান্তে।


হাত ইশারায় দাঁড়িয়ে দূরে
ডাকছে যে আমারে
কাছে গিয়ে দেখি তাকে
ভীষণ চিনি ওকে
সে ফেলে আসা জীবন
মম অতীত সময়
চেয়ে দেখি ততক্ষণ
করেছি কত ক্ষয়।।


জীবনার্ধেক কাটিয়ে
সজাগ দৃষ্টি বাড়িয়ে
আমি বুঝতে পেরেছি
অতীতে কি করেছি
সঠিক এর মাঝে ভুল
ভুলের মাঝে হারানো গল্প
না পাওয়ার চেয়ে পাওয়ার মূল
গণনাতে খুবই অল্প ।।


তাই করি শফত
গড়ব ভবিষ্যত
সাঁজাব নতুন সাঁজে
সপ্নের মাঝে
করব মূল্যায়ন এ বর্তমান
যখন ভবিষ্যতে
এ বর্তমান হবে দন্ডয়মান
রুপ নেবে অতীতে
তখন থাকব না আর পশ্চাতে।।