পৃথিবী ফিরে এসো
           সোহেল আহমেদ ইবনে ছাদ


জানালার পর্দার ফাঁকে রোদ্দুর
বাহিরে এক হাস্সোজ্জল চেহারা
মিঠি মিঠি হাওয়া বয়ে যায়
রাস্তাটা বলা যায় প্রায়ই ফাঁকা
শহরের লোকজন নিজজেলখানায় বন্দি
মাঠ সবুজে  ঢাকা
বাহ্ খুব মনোরম পরিবেশে
বাহিরে যাব
কিন্তু রাস্তাগুলো ভাইরাসের দখলে
আটকে আছে চার দেয়ালের ভিতরে
জীবনের সব স্বাদ চাওয়া - পাওয়া
ইচ্ছাগুলো উড়ে না মনোটানে
পৃথিবীর সবপথে ভাইরাসের রেড সিগন্যাল
পৃথিবী ফিরে এসো তোমার পুরাতন ঠিকানায় ।