বইমেলা
--- সুপ্রিয় কুমার চক্রবর্তী


বইমেলা আসলেই মনে পড়ে
আমার পাঁচ সন্তানের কথা ।
প্রচ্ছদে আলতো ছোঁয়ায় মেখে নেই
ভাবনার পরাগ , চিন্তার রেনু ।
নেড়েচেড়ে অনুভব করি শরীরের গন্ধ
একেবারে ভেতরের টাটকা সুবাস ।


বইমেলা আসলেই ধুলার রাজ্যে
আমার সখ্যতা ; মাখামাখি
ফুসকার দোকানে পাঠকের সাথে হাসাহাসি
পাঠিকার সাথে কুশল বিনিময় ।
বিদগ্ধ সমালোচকের রোষানলে
আবিষ্কার করি নিজের ভুল
নতুন বইয়ের সুঘ্রাণ , লেখার হাতছানি ।


বই ছাপানোর কালো কালিতে
চুপি চুপি মাখানো ঘুমের ওষুধ;
আমাকে ঘুম পাড়ায় যখন তখন
অবাধ্য দুপুরে , মাতাল রাত্রিতে ।


[ এখানে উল্লেখ্য যে , এ'পর্যন্ত্য আমার সর্বমোট পাঁচটি বই প্রকাশিত হয়েছে ]