গ্রীষ্মের পাগলামি আর মাতলামির
শেষ পরিণতির খেসারত কালবোশেখের
উন্মাদনা; বর্ষার হিমেল পরশ |
সদ্য স্নান করা কালো রাজপথের
লাজুক মুখ , আমাকে ভালোবাসতে শেখায় |
কিছু আমগেন্দার নুইয়ে পড়া
বিনম্রতা ; ভেজা মাটির সোঁদা গন্ধ ;
ছুটে চলা নির্ঘুম ট্র্যাকের বাড়ি ফেরা
আমাকে ঘরের পথ দেখায় |
মেঘের আড়মোড়া ভেঙে
সকালের প্রভাতী গান
নিস্তব্দ শহরে কিছু শালিকের
অলস সময়
আমাকে ভিজতে শিখায়
ভালোবাসতে শিখায় !