সিটিং সার্ভিসে চড়ে
প্রতিদিন চিটিং হওয়া
হেলপারের সাথে নায়ক মান্নার মত
চিত্কারী অভিনয়- দুর্নীতির বিরুদ্ধে নানা উপদেশ !
ঘন্টার পর ঘন্টা যানজটে
আমিব্যার মত লেপ্টে থাকা;
হকারের কাঁধে ঝুলানো মোবাইল মিনি লাইব্রেরি
ডেল কার্নেগীর বিখ্যাত বই-
" লাইফটাইম প্ল্যান ফর সাকসেস "এর মলাটে
চোখ বুলিয়ে একটু হাতিয়ে নেওয়া .
অফিসে গিয়ে ইনিয়ে-বিনিয়ে
দশটা বাহানা বলে বসের মৃদু ভাষণ;
তারপর বিকেল পাচটা হলে
ঘরে ফেরার তাড়া;
আনন্দ শ্রমিকের মিছিলে
আমিও ছিলাম.


এখন আমি কানাডার ইমিগ্র্যান্ট
বেছে নেওয়া স্বেচ্ছায় নির্বাসন
বাংলা অভিধানের গুড ওয়ার্ড " অভিবাসন ".
ম্যাপেল লীফের পাতায়
খুঁজে ফিরি হিজল পাতার ঘ্রাণ;
ষ্টার বাকস এর কফির কাপে
খুঁজে পাই চারুকলার আবুল চাচার
কড়া লিকারের চায়ের ধূয়ার গন্ধ.
দমিনীয়নের সেলসগার্ল ফ্যাকসা সুন্দরীর
গুড মর্নিং সম্ভাষণে ফিরে যাই
আগোরার মিষ্টি মেয়ে রুবিনার
প্রানখোলা হাসির ভুবনে !
জাস্টিন বিবারের গানে পাইনা খুঁজে
দরাজ গলার জেমস এর গানের সেই ফিলিং
" ছেলে আমার বড় হবে, মাকে বলত সেই কথা; হবে
মানুষের মত মানুষ এক "
বাবা, আজ আমি কানাডার ইমিগ্র্যান্ট ! লেখা ইতিহাসের পাতায় !


টাইম ধরে বাসের স্টপেজে শুনি না -
এই শাবাগ শাবাগ ...সামনে রমনা .
ঝুম বৃষ্টির মত পড়া বরফের রাজপথে
হুড ফেলা রিকশায় প্রিয়তমাকে নিয়ে
আর ঘোরা হয়না আমার.
ডেনফর্থে গিয়ে ধানসিড়ি দোকানে হাতড়াই
সুগন্ধি লেবুর খাঁচা, দেশী কৈ, টেংরা , পুটি
শিমের বীচি , কচুর লতি;
পিছনে মায়ের হাতের অনুভব আর আদুরী আওয়াজ
" কচুর লতি দিয়ে কি খাবি বাবা ! "


এখানেও আমি সুটেড-বুটেড লেবার
ঘড়ি ধরে নাইন টু ফাইভ
সানডেতে বার-বি-কিউ পার্টিতে লিটল বাংলাদেশে
নিজেকে " কিছু একটা " জাহিরের আপ্রাণ চেষ্টা !
প্রতি পাঁচ বছর পর পর
ইনকামের পাল্লায় কেনা দেশে ফেরার  টিকিট
প্রিয় স্বদেশে এসে আবার সেই প্রানান্তকর প্রচেষ্টা
" কানাডায় আমি একজন স্পেশাল ...... "


ওল্ড নেভির জ্যাকেটে ভাঁজ করা আমার ল্যান্ডিং পেপার
ওয়ালেটে পি.আর কার্ড , ভি .জি.এফ কার্ডের মত ফ্রি হেলথ কার্ড
সিন কার্ড আর কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড .
সমস্ত কিছুর ভারে চাপা পড়ে যায় আমার বাঙালী সত্তা
মাকড়সার জালে বন্দী আমার প্রিয় নস্টালজিয়া....
সামনে চলে আসে আমার স্বেচ্ছায় নির্বাসনের গল্প
সুখে থাকার , একটু ভালো থাকার গ্যাড়াকলে পড়ে
আমি এখন অভিবাসী , কানাডার ইমিগ্র্যান্ট,
আমার সন্তানেরা আধা দেশী, আধা বিদেশী
একটি লাইগারের প্রতিচ্ছবি !