উৎসব মানে কিছু খেটে খাওয়া দিনমজুরের অক্লান্ত পরিশ্রম,
মাথার ঘাম পায়ে ফেলে অপরকে আনন্দ দেওয়ার নিরন্তর প্রচেষ্টা উৎসব মানেই কলসিতে পাথর ফেলে কাকের পানির তেষ্টা ;
উৎসব মানে তরুনীর হৃদয়ে ঝুম বৃষ্টির আনন্দধারা ,
কারো কাছে স্যাত-সেতে মেঘলা আকাশ ,
উত্সব মানে খুকির হাতে রং পেন্সিল
প্রতিমা শিল্পীর হাতে আঁকা দুর্গার অগ্নিরূপ
কারো কাছে উৎসব মানে ঝাড় বাতির নরম আলোতে বসে
কফির পেয়ালায় চুমুক,
উৎসব মানে কারো কাছে হারিকেনের আলোয় বসে
কুড়ানো মাংসের শরীরে তৃপ্তির কামড়.