বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ঝমঝম  বৃষ্টি
আমি এই বৃষ্টির নাম দিয়েছি কান্না |
আমি কাঁদছি সাথে কাঁদছে গুলশানের সব
গাছ-গাছালি, পাখ-পাখালি , লেক , দালান-কোঠা !
কাঁদছে পথের ধুলো, নুড়ি পাথর , গলির দোকান
ইউনিমার্ট , গোল চক্কর এর কবিতার পাথর |


তোমাদের তো এভাবে চলে যাওয়ার কথা ছিল না
বলেছিলে ---বাংলাদেশকে নিয়ে যাবে শান্তি ও সমৃদ্ধির পথে
এক দুর্দান্ত হাই স্পীড গাড়ির চালক এর আসনে |
কথা রাখনি তোমরা ......এভাবে কথা দিয়ে কথা না রাখার মিছিলে
শামিল হয়েছো সুনীলের গড়া কবিতার পংতিতে  
" কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো,
কেউ কথা রাখেনা !"


এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে
আমি এই বৃষ্টির নাম দিয়েছি
রক্তজবা |