গুগল আমার খেয়ে ফেলেছে সব
আমার সকাল আমার সন্ধ্যা
পাখির কলরব !
সার্চ দিলেই শুনতে পাই
বৃষ্টির কলধ্বনি
গুগল আমার খেয়ে নিলো
ফিলিংস মধুর খানি |


ফুলের বাগান , পাহাড়, নদী
গ্রামের মেলা ঝিঁ ঝিঁ পোকা
গুগল আমায় নিত্য দিচ্ছে ধোঁকা;
আঙ্গুল টিপে যাই লিখি
গুগল আমায় দেখিয়ে দিয়ে বলে
না করিনা, দেখবে আরো যদি |


গুগল আমার কেড়ে নিলো
ভালোবাসার সকল ইমোশন
পাইনা খুঁজে একা থাকার
কষ্ট ডিপ্রেশন !


খাওয়া দাওয়া, পোশাক আশাক
খেলাধুলা নাট্য কলা
নতুন পুরান স্মৃতির মেলা
গুগল পাতায় রঙ্গীন ভেলা
সাজানো থরে থরে
আমি এখন সবজান্তা
গুগল ব্রাউজ জ্বরে |


জীবন এখন সস্তা দরে
বিকায় হাতে হাতে
গুগল আমার সব নিয়েছে
যা ছিল মোর সাথে !
কিছু হলেই যাই গুগলে
খুঁজে ফিরি জানার কৌতূহল
সময় এখন অনেক ছোট
কেবল হচ্ছে বড় গুগল |