খোকা দেখেছো কি তুমি
মুক্ত আকাশ পাখির কলরব
সাদা সাদা কাশফুল আর
বুনো হরিণের শব।


আকাশ ভেঙে আসে কেন
পরমাণুদের শব্দ
কাদের ক্রোধের বশে ওরা
হচ্ছে নিস্তব্দ।


খোকা তোমার মতন
অনেক শিশু এ জগতে আছে
জন্ম তাদের মৃত্যু গোনে
বুনো শুয়োরের পাছে।


চারিদিকে উড়ছে কেন
ভস্মতারই ছাই
তুমি থাকবে সাগর তলে
পাবেনা খুঁজে ঠাঁই।


এ পৃথিবীর বুকে
দানব রবে উচ্চ শিরে
আর তুমি আমি আমরা
মরবো ধুকে ধুকে।


সেই কবে যে গাঁ ছেড়েছে
বুনো হাঁসেদের দল
বিবর্ণ সব বৃক্ষরাজি
থেমেছে কোলাহল।


খোকা কাছিম হয়ে
না বেঁচে আজ
সিংহ হয়ে বাঁচো
বহ্নি শিখার ছন্দে তালে
একবার তুমি নাচো।


ভীরুদের মতো
মার খেয়ে নয়
ভয় করো জয়
জড়তা আর জীর্ণতাকে ভোলো
খোকা এবার তোমার
বোধের দুয়ার খোলো।