তুমি কী আবার আসবে
এখানে এই ঘাসফুলের কাছে
আবার আসবে এই রোদছায়া উঠোনে
পাহাড়ের চূড়ায় ওই চিলেকোঠার উপর
আমরা আবারও যাবো
শেষ হওয়া সূর্যের আলো ছুঁতে
এই শিউলি জবার মায়াকাননে
এই লাল শাপলার দিঘির ধারে
তুমি কী আবারও আসবে বন্ধু
আমার রোদচশমার ধূলো মুছে দিতে
আমার চোখের ভেতর দেখতে তোমায়        
আসবে আমায় হাত ধরে উঠাতে নায়ে
জল ঠেলে ঠেলে আমাদের নৌকো
যাবে কোথায় জানি না
শুধু জানি তুমি পাশে থাকলে
পৃথিবীর সব বিভৎসরা সুন্দর হয়ে যায়
সব নির্জীবেরা সজীব হয়ে যায়
লুকোচুরি খেলা আলো গুলো রংধনু হয়
বুকের ভেতর জমে থাকা
কথাগুলো ফুটায় কাব্যফুল।
জানি এ অনিশ্চিত যাত্রা  পৃথিবীর পরে
হয় তুমি না হয় আমি
হয়তো চলে যাবো অনন্তের পথে।
তবু যদি সময় থাকে
যদি টিকে থাকো আরো কিছুদিন
তবে এসো আমার বারান্দায়
অনন্ত প্রতীক্ষা নিয়ে আমি থাকবো বসে
তুমি কী আবার আসবে?