বিমর্ষ সভ্যতার কচি কণা গুলো
তীক্ষ হুতাশার ঘনায়মান আবেগ
নিয়তি যা করেছে রচনা
দংশীত সেখানে বিবেক।
খোলা মাঠে কোকিলের কাকলি লহরী
বিষণ্ণবদন চেয়ে থাকে অপলক
দিবানিশি বয়ে চলে সময় ধারা
দগ্ধ ভরদুপুরে মানবতা বাস্তুহারা।
নিরন্ন মানুষের ভিড়ে প্রদীপ নিশানা
আকাশ পানে চেয়ে কেবল দিনগুনা।
ওরাতো কেবল চশমার নিচে দেখে
সততার কাছে মুখ যায় বেঁকে।
নোংরা রাজনৈতিক কষাঘাতে
নেতা মন্ত্রীর বাড়িতে মদ মাংসের আসর বসে
সাধারণ মানুষ ভিখ মাগে রাস্তায় বাটি হাতে।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)