ক্ষমতার আধিপত্যে জ্বলছে সিরিয়া
শত শত মৃত্যুর মিছিল একসাথে
লাশ দাফনের বড়ই অভাব
প্রতি মড়ায় গুলি বোমা কার্তুজের দাগ।
বহু শিশু মায়ের কোলে চির তন্দ্রাচ্ছন্ন
বহু পিতা সন্তান শোকে কান্নায় আচ্ছন্ন।
এতো শুধু ইতিহাস নয় একটা পাওয়না
অন্যায় কারীদের কেবলই দিনগুনা।
অপেক্ষার দিন ঘনিয়ে আসছে তাদের
সৃষ্টি কর্তার কাছে এরা চিহ্নিত খোদ্দের।
আজ যা করছে তারা সবই ঋণ
ক্ষমতা কেড়ে করবে মলিন।
শুধু মলিন নয় ফল হবে অতি ভয়ঙ্করী
বাঁচাতে পারবেনা কোন বিশ্বের ক্ষমতা দখল কারি।
কি করেছে নিস্পাপ দুধের শিশু?
একবারো ভাবলোনা, কেড়ে নিলো হাসিটুকু
সার্থের দায়ে কেড়ে নিলো অসংখ্য হৃদয়ের গান
এটাই কি ভুল, তারা মুসলমান!
কান খুলে শুনে রাখ কলঙ্কিত অমৃত পুত্র মানুষ
সৃষ্টি কর্তার কাছে সবাই সমান।
বেশি নয় একটু অপেক্ষা কর তোরা
যোগ্য জবাব দেবে সমগ্র ইনসান।
ভাবছিস তোরা অনেক বড়ো পালোয়ান
মাথাটা নেশার ঘোর থেকে একটু সরিয়ে আন
ভুলে যাস না তোরা আবেগের ঘ্রানে
সৃষ্টিকর্তার হাতে সারা বিশ্ব জাহান
তোদের শক্তি তার কাছে বিন্দুর সমান।।
(কৃষ্ণপুর,বৈষ্ণবনগর,মালদহ)