কেমন কথা বললে তুমি, আমাকে গণতাণ্ত্রিক হতে হবে?
বিসর্জন দিতে হবে আমার নির্ভেজাল প্রেমকে?
আর কত গণতাণ্ত্রিক হব আমরা?
আর কত বলিদান হব রক্ত গঙ্গায়?
এই জমি,ভিটে-মাটির এক ফোঁটা শস্য দানা থাকতে
আমি আর গণতাণ্ত্রিক হতে পারবো না।
না না না----কিছুতেই না।
মাইলের মাইল ফোঁসকা পড়া রুগ্ন শরীরে
হেঁটে বেড়িয়েছি আমি নগ্ন পায়ে
এক টুকরো গণতাণ্ত্রিক অধিকারের আশায়
চোখের পাতায় ভর করেছে ক্লান্তির ছাপ,
মুখে বিষন্নতার কঠিন বলি,
তবুও মেলেনি তথাকথিত গণতাণ্ত্রিক অধিকার।
মেলেনি কারো স্নেহার্দ্র মেশানো মিষ্টি আশ্বাস।
কেউই আমরা গণতাণ্ত্রিক নই,
না ঘরে না বাইরে।
নিজের লভ্যাংশ লাভের চেতনায়
প্রত্যকে আমরা নিজ নিজ ক্ষেত্রে অগণতাণ্ত্রিক।
একাত্তরের হায়েনারা যেমন শর্তহীন আবর্তে
ছিনিয়ে নিয়েছিল বাংলার মা-বোনের গণতাণ্ত্রিক অধিকার
অসাম্প্রদায়িক চেতনায় প্রলুব্ধ হয়েছে বার বার।
তেমনি আমি আর একটা মা-বোনকেও
তার অধিকার থেকে বঞ্চিত হতে দেবো না,
কিছুতেই না।
প্রয়োজনে যুদ্ধ হবে,
আরো একটি যুদ্ধ-
ভালোবাসা ছিনিয়ে নেয়ার যুদ্ধ
অগণতাণ্ত্রিক প্রেমের জন্য যুদ্ধ।