সব্যসাচী মানুষ চাই।
জ্বলন্ত সূর্যের ন্যায় তেজোদীপ্ত
আর উত্তাল সমুদ্রের মতো অসীম,
অন্যায়কে দেয় না প্রশ্রয়
অক্ষমতাকে ভাবে না দায়ভার।
সুউচ্চ কণ্ঠে যার তারুণ্যের দীপ্ততা,
নিষকলঙ্ক মুখাবয়বে অবিরাম আনন্দের ফুলকিমালা।
নেই দুঃখবোধ,
নেই কষ্টের কাতরতা,
শুধুই আনন্দের আতিশয্যে গা ভাসিয়ে-
জীবনটাকে করে প্রাণময়।
এমনই এক্জন মানুষ-
যার একটি মাত্র শব্দ উচ্চারণে
ভুলভাল মানুষ পায় আপন আশ্রয়।
জীবনের কাঠিন্য ভুলে
ন্যায়-অন্যায়কে পেছনে ফেলে
সেও হয়ে ওঠে সব্যসাচী।