সান্ত্বনা নয়,
আমি বিচার চাই।
এই নাও রক্তাক্ত শার্ট, ময়লা ধূতি,
ছেঁড়া গামছা,
এ সবই আমার প্রিয় মানুষটির।
আর-  এই নাও বেয়োনেটের ফলা,
ব্যবহৃত গুলির খোসা-
যা দিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে তার শরীর।
আমি এই বিভত্স হত্যার বিচার চাই।
কোন নিয়ম মাফিক শান্তি নয়,
সাধারণ ক্ষমা নয়,
খুনের বদলে খুন চাই
রক্তের বদলে রক্ত,
অস্ত্র হাতে রুখে দাঁড়াও
প্রতিবাদে সোচ্চার হও।
অগ্নিঝরা সময় এখন,
সূর্য্য শক্তি বুকে নিয়ে
এখনইঝাপিয়ে পড়
প্রতিপক্ষের বিরুদ্ধে।