স্বপ্নরা চলে গেছে স্বাপ্নিক নিয়মে।
শুক্ল পক্ষের উজ্জ্বল আলো রামধনুকের ভেতর থেকে
মেলেনি  তার অকৃপণ চোখ।
কুমড়ো মাঁচায় দু'একটা দোয়েল
ভীরু কাপুরুষতায়-
বাসা বাঁধতে শুরু করেছে সবে।
বিবর্ণ নদীর শান্ত জলে
অতি উত্সাহে ঢেউ তোলে নি তখনও
কোন উলংগ বাতাস।
মাছরাঙ্গারা ভেজায় নি তাদের নীলাভ শরীর
তৃষ্ণার্ত নোনা জলে।
এভাবেই কেটে যায় কয়েকটি
বিমূর্ত বসন্ত তোমার ফেরার আশায়।
অবশেষে পাথরের সংগে হয় মিতালী
বুকভাংগা স্বপ্নদের,
তাই শত-সহস্র কষ্টেও
নিভৃতে জল ফেলে
স্বপ্নরা এখন আর কাঁদে না।