আজি ঝর ঝর ঝরিছে অঝোর ধারায়
ব্যকুল মন কোন অজানা স্বপ্নে হারায়।
যেদিক পানে চাহি,
কূল কভূ নাহি,
মুখ কালো মেঘগুলো খিটমিটিয়ে চায়।
হাতে ধরে হাত,
আসে বজ্রপাত,
বিজলী মেয়ে গা ভাসিয়ে ভেলকি দেখায়।
কদম ডালে বসে,
মজে সুখ রসে,
কুহুকিনী-মন্দাকিনী বিভোর চোখে চায়।
আকুল হয়ে প্রাণ,
করে আনচান,
দূর আকাশে মন ফ্যাকাশে করে হায় হায়।
এমন দিনে তারে,
শুধুই মনে পড়ে,
গভীর ক্রন্দনে প্রেমের বন্ধনে আবেশে জড়ায়।
যবে আঁখি রোধ,
হয় ঋণ শোধ,
চিত্ত হননে পুষ্প কাননে অবিরল রঙ্গ বদলায়।