সুখের পথ নেইকো জানা
সুখের পথে যাওয়া মানা
হাওয়াই মিঠাই মণ্ডা-পিঠা
সুখ রঙ্গিন গোলাপ কাঁটা।


একটু ব্যথা একটু জ্বালা
একটুস ক্ষণ মন উতলা।
ক্ষণে কাঁদা ক্ষণে হাসা
ক্ষণে স্বপ্ন ভেলায় ভাসা।


সুখ রেশমী কাঁচের চুড়ি
বন্ধুর হাতের সুড়সুড়ি।
একটু ছো্ঁয়া প্রাপ্তি সুখ
অধরা পথ দেয় চুমুক।


সুখ রঙ্গিন মেঘের ডানা
মন মোহনায় দেয় হানা।
নীল আকাশে পাখীর ডাক
সুখ ঘুড়িরা উড়ে যাক।