আমার সর্ব পাওয়া বুভূক্ষু মন
আজ তোমাকে খুঁজছে,
খুঁজছে আলো- আঁধারীর স্বপ্ন মায়ায়
ঐ মেঘাবৃত নীল জোছনায়।
তুমি ঘোর মায়াতুর চোখে
তাকিয়ে থাকো কেবল
এক গোছা রজনী গন্ধা হাতে নিয়ে।
তোমার দৃষ্টি সীমায় গভীর শূণ্যতা
মুখে দূর্ভাবনার কালো ছায়া
আকুলি-বিকুলী করে থেকে থেকে।
আমি অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকি
একনিষ্ঠ প্রত্যাশায়-
এই বুঝি এলে।
কিন্তু হায়!
সময় বয়ে যায়,
সুনিপুন দক্ষতায় পাশ কাটিয়ে
তুমি বুঝি অন্য কোন তৃষ্ণার্ত হৃদয়ে
ঘর বেঁধেছো নব উদ্যমে।