তোমার মধ্যে যে উত্তাল ভালবাসা ছিল
যার জলোচ্ছ্বাসে আমি ভেসে যেতাম অবিরাম,
হতাশার নিম্নচাপে তা আজ নিমজ্জিত।
তোমার মধ্যে যে দুর্বার স্পৃহা ছিল,
কাছে পাওয়ার প্রচেষ্টায়-
পায়ের তলায় পিষিয়ে দিতে সমস্ত বিষ চক্ষুকে।
সেই তুমি আজ মৃত প্রায়,
কপর্দকহীন একজন শূণ্য মানুষ।
যার কোন চাওয়া নেই,
কাছে পাওয়ার আকাংখা নেই,
অর্বাচিন স্বপ্ন নেই
স্বপ্ন দেখার কষ্ট নেই।
শুধুই জীবন কাটানো-
স্বপ্নভাঙ্গা জীবন্ত লাশের মত।
ডানাভাঙ্গা পিপীলিকারা যে ভাবে গড়িয়ে গড়িয়ে চলে
অবিকল সে রকম।
আমার বড্ড কষ্ট হয় তোমার এহেন অস্তিত্বে।