কীর্তন খোলা নদী
বহে নিরবধি,
জাপটে তার ঢেউ
সাঁতরে বেড়ায় কেউ।


এমন খোলা নদী
দেখা হয় নি যদি
আকাশ রঙ্গা বুকে
চাঁদের ছবি আঁকে।


জোছনা রাতে তারা
দেয় তারে পাহারা
একাদশী মেঘে
চলে ভীষণ বেগে।


যখন ফুঁসে উঠে
বাঁধন যায় টুটে,
বৃষ্টি ধেয়ে আসে
স্বপ্ন বানে ভাসে।


তারই পাড়ে বসে
প্রেমের হিসেব কষে
পথিক কাটায় দিন
ফেলে আসা ঋণ।