ওরে পাগল মন
কার লাগি উদাসী তুই
ধরলি এই সন্নাসী বেশ
উলুবনে ছড়ালি খই।


ধবল মেঘে আকাশ রোষে
মাটির মায়া কান্না,
থরে থরে কেন সাজালি
হীরে- সবুজ পান্না।


দিগন্তে আজ তাকিয়ে দেখ্
সবই তোর চেনা,
মনে হবে ঐ নীলিমা
ভালোবাসায় কেনা।


ডুব সাঁতারে জলের তলে
উঠিয়ে লাল পদ্ম,
একটু খানি অধর কাঁপা
গোলাপ ফোঁটা সদ্য।


এমনি ভাবে নতুন স্বাদে
জাগবে বাঁচার আশা,
নতুন নামে ডাকবে  লোকে
মিটবে প্রেম পিয়াসা।