শুধু শুধুই গলাবাজি
মিথ্যে কথা বলা,
এরই নামে চলছে সভা
চলছে কর্ম শালা।


কারো গলা বন্ধ  তবু
বলছে অনেক কথা,
দিন চলছে যেমন তেমন
বাড়ছে বন্ধকতা।


কেউ বলছে আগডুম বাগডুম
করছে সমাজ উদ্ধার।
বক্তৃতাতে পাচ্ছে যে ঘুম
দোষটা এখন দেবো কার।


এমনি করে একটি দিনের
শ্রাদ্ধ হল ভারী,
খাওয়া-দাওয়া শেষ হল ভাই
চল তাড়তাড়ি।