কেন মানুষ চলে যায়
ঐ না ফেরার দেশে,
কি এমন গভীর তৃষায়
মুগ্ধ আবেশে।


জগত সংসার ভোলে
ভোলে প্রিয়জন,
অচিনপুরে যাওয়ার আশায়
মুদে দু'নয়ন।


রেখে যায় দুধের দাঁত
ছোট্র শিশুর কান্না,
প্রিয় হাসির প্রিয় মুখ
সিক্ত সুখ পান্না।


রেখে যায় খেলার সাথী
ঝগড়া-ঝাটির সঙ্গি,
একসাথে বড় হওয়া
নিপুন অঙ্গ ভঙ্গি।


চলে যায় চিরতরে
রেখে অম্লান স্মৃতি,
প্রিয়জনের গভীর টান
সৌহার্দ-প্রীতি।