ঢাকের কাঠির তালে তালে
লাগল আবীর রাঙ্গা গালে,
জাগল জোয়ার মনের কোণে
বাজল মাদল গহীন বনে।


এঁদো ডোবায় ভরেছে ঘর
অপকায়া করেছে ভর
ওঝার কাঁধে ছায়া নাশে
নীল আকাশে স্বপ্ন ভাসে।


গোধূলী লগন হল পার
ধূপের কাঠি জ্বাল এবার,
দেয়ালীর আলো ঘরে ঘরে
আনন্দ ধারা উপচে পড়ে।