ভীরুর পাল আঁতকে ওঠে
রক্তের বেগ ত্বরিত ছোটে
ভাবতে ভাবতে হারায় চেতন
ভয়কে এবার করবে মোচন।


যেই না ভাবা অমনি চোখে
সর্ষে ফুলের নাচন দেখে
গাঁয়ের যত ছেলে বুড়ো
সবাইকে করে দুরো দুরো।


কেউ ভেড়ে না ভয়ে কাছে
ভীরুর পাল একাই আছে
মানুষেরই দেখলে ছায়া
আঁতকে ওঠে ভীরুর কায়া।