দেশটা ভাল নেই
মরছে রোগে শোকে
রেলের চাকার গতি নেই
পড়ছে দূর্বিপাকে।


দিনভর পানি নেই
নেই মুখে হাসি
জলাভাবে শুকনো মাঠ
ভাবছে বসে চাষী।


রাস্তায় গাড়ী নেই
চলছি পায়ে হেঁটে
কর্মহীন দিনটাকে
খাবো পুরো চেটে।


গ্যাস নেই পানি নেই
বিদ্যুত নেই ঘরে
একটু খানি আলোর তরে
হুমরি খেয়ে পড়ে।


এত দুঃখ বুকে তবু
দুঃখিনী দেশ মাতা
ঋণের বোঝা ঘাড়ে নিয়ে
ধরে স্নেহের ছাতা