জীবনের অনেক চাওয়া
অনেক না পাওয়ার অপূর্ণতায়
ঢেকে যায় স্নিগ্ধ সকাল,
ঢেকে যায় ভোরের উদিয়মান সূর্য্য
অমানিশার ঘোর অন্ধকারে।
থেকে যায় অফুরান প্রাণ সম্ভারে ভরপুর
বেঁচে থাকার পূর্ণ প্রয়াস।
কিছু স্বপ্ন কিছু ভাল লাগা-
দৃষ্টিহীন চোখের ঝাপসা আলোয়
ফিরে পাই প্রাণের স্পন্দন।
হয়তো আবার দেখবো
অনিন্দ্য সুন্দর পৃথিবীর
রূপ, রস, গন্ধ ভরা পূর্ণ যৌবন।
হয়তো আবার
দৃষ্টির প্রদীপ জ্বালিয়ে
খোলা বারান্দার নির্জনে দাঁড়িয়ে
পূর্ণ চোখে দেখবো
তোমার আধো আধো স্নিগ্ধ রূপ।