এমনই এক অপ্রত্যাশিত মুহূর্তে তোমাকে দেখলাম,
যখন দায়িত্বের কষাঘাতে অন্য এক বিস্তৃতির ভুবনে
বিচরণ করছি আমি।
তোমাকে ডেকে যে কিছু কথা বলবো
সে সময়টুকু আমার ছিল না মোটেই।
তুমি শশব্যস্ত,
আমি তথৈবচ।
তোমার হাতে ছিল প্রতিবাদের জ্বলজ্বলে পোষ্টার,
আমার হাতে দৃঢ় সংকল্পের মালা।
আমার পরনে ছিল সবুজের উপর লাল বুটি তাঁতের শাড়ি,
সাদা পায়জামা-পাঞ্জাবীতে তোমায় মানিয়েছিল বেশ।
তোমার চোখে ছিল প্রতিহিংসার লালিত স্বপ্ন
হন্ত-দন্ত ছুটে আসা ধুমকেতু মেঘ,
আমার চোখে মমতা ঘেরা ফসলের মাঠ।
বুকের রক্ত ঢেলে স্বাধীন করেছে যারা সেই সবুজ প্রান্তর
সে সব বীর বাঙ্গালীকে শ্রদ্ধা এবং
কুশল জানাবার মহান ব্রতে ব্যতিব্যস্ত ছিলাম সারাক্ষণ,
তাই সময় হয় নি এতটুকু ফিরে তাকাবার।