সেদিন এমনি হাওয়ায় বয়েছিল নদী
ঝিরঝিরে ধানের শীষে বায়ু নিরবধি,
মাছরাঙ্গা কয় কথা বউ কথার কানে
এসেছে নতুন দিন স্বাধীনতার গানে।


তীরে বসে জেলে ভাই চকিতে উত্সাহে
নতুন স্বপ্ন সেথা সদা জেগে রহে,
কাঠুরিয়ার কাঠ কাটা ক্ষণিক থেমে যায়
ঘোমটায় মুখ ঢেকে কে বা দূরে ধায়।


রিনিঝিনি ছন্দ তোলে নূপুরের ঢেউ
দূরে বাজায় মোহন বাঁশি অপেক্ষার কেউ,
এমনি প্রহর গুনে আসে নতুন দিন
জয়ের মাল্য হাতে শোধে রক্তের ঋণ।


দিনে দিনে বেড়ে যায় ঋণ শোধের দায়
পুত্র শোকে জীর্ণ মাতা কেবল মূর্ছা যায়,
হায়রে সোনার মাটি শুধু তোর লাগি
স্বজন হারা শূণ্য বুক কেঁদে রাত জাগি।