আমায় খুঁজতে চাও কেন-
কোন স্বপ্ন ঘেরা দূর বালুকায়,
মেঘে ঢাকা তারার বুকে,
সমুদ্রের সোঁ সোঁ গর্জনে।


খুঁজে দেখ তোমার চোখের গোধূলী আলোয়
সোনারঙ ছড়িয়ে দিয়ে
জেগে আছি অষ্ট প্রহর,
পাখি ডাকা ভোরের মত
চারিদিক আলো করে
বসে আছি মন - মন্দিরে।


তবে কেন খুঁজে বেড়াও
অন্য কোথাও- নীল পাহাড়ে,
অন্য কোন দ্বীপ নীলিমায়
কিংবা কোন বন-বাঁদাড়ে।


রাস্তার পাশে কাঠ বাদামের গাছটি দেখ
পাতাগুলো নীরস যেন
অবহেলা অনাদরে।


তাই কি খোঁজ অনাদরের রূপটি দেখে
দূর গগনের ঐ নীলিমায়
মেঘে ঢাকা মরা জোছনায়।