চোখের সামনে মার খেতে দেখলাম ছেলেটাকে
কতই বা বয়স
তেইশ -চব্বিশ,
ছাড়া পাবার সেকি আকুতি দু'চোখের চাহনীতে
মুক্তি পাবার আকাঙ্খায় হাত-পা ছোড়ে তুমুল বেগে।
কিন্তু পার পায় না
মারতেই থাকে লোকগুলো
কিল-ঘুষি, চড়-থাপ্পড় কোনটাই বাদ যায় না
আজ মারের অভিধান থেকে।
মার খায় ছেলেটা-
এ যেন লঘু পাপে গুরু দন্ড।
হত-বিহব্বল চোখে তাকিয়ে থাকে ছেলেটা
শাস্তি কি তারই হবে?
যারা তাকে মারল অন্যায় ভাবে
তাদের কি কোন শাস্তি নেই?
অফুরন্ত প্রশ্ন জাগে তার জল ভরা দু'চোখে।