পেরেক ও হাতুড়ির পৃথিবীতে
যে পুষ্প চিরটা কাল ছড়িয়ে যাবে খুশবু
তাকে জানি তোমার নামে


আর
যে তাকানো-
পৃথিবীর সকল নারীকেই করে তুলে তুচ্ছ
সে তোমারই চোখ,একমাত্র আয়না আমার।
অথবা কোনো দূর দিগন্ত তুমি ;
ঘরে ফেরার প্রসঙ্গে এলেই
যাকে টের পাই
হাড়ে হাড়ে -
কিংবা দ্যাখো,ঘ্রাণ নয় শুধু;ভালোবেসে
ফুলের শিকড় ছড়াতে চেয়েছি আমি নিজের বুকে
যদিও কোনো বাগান নয় জীবন আমার, যে,
তাকে রাখতে পারে ধরে!