শবদেহ সৎকার
করতে করতে
আজ অনুভূতিশূন্য আমি।
নিরবতা পালন
করতে করতে
এখন নিজ হতেও নির্বাসিত ;
ব্যথা বহন
করতে করতে
হয়ে উঠেছি
বিরক্তিকর।


আমার এই দু-চোখ
উপেক্ষা করে
ফিরে যাওয়া তুমি...
মরহুমের জানাজা সম্পন্ন করে
য্যা
ভা
বে
ফিরে গোরস্থান ফেরত যাত্রী।
না-হয় উপহার দিতে পারো
কালো সানগ্লাস ও স্লিপিং পিল
অথবা গোটাদশেক অরিছ বা মালবোরো এডভান্স
কিংবা দিতে পারো
আত্মহত্যার আইডিয়া কোনো;
তারচেয়ে বরং
এই দু-চোখ
উপেক্ষা করে
চলে যাও তুমি...
তারচেয়ে বরং
পালিয়ে যাও
মুখোশ উৎসবের দিকে...
আমার এই দু-চোখঃ বিভৎস উজ্জ্বল
কেবলি চিতার মতো জ্বলে