আমার মানব সত্তার বাহিরে আমি
আরেকটি মানব সত্তা।
একটি আলিশান দেয়াল;
আরো তিনটি সমো-অবয়বের দেয়াল।
একটা দরজা বিহীন পাল্লা,
একটা জানালা বিহীন কপাট।
তোশক ছড়া আরামপ্রদ খাট,
কিছু আসবাবপত্র;
ছড়িয়ে আছে যত্রতত্র।
আমি ভেবেছিলাম,
আমার মানব সত্তার বাহিরে
আমি গলিত আত্মার অ-বস্তু আধ্যাত্মিকতা।
শেষে আমি ঘোর অন্ধারে
শরীরের দেয়ালে আঘাত পেয়ে;
খুঁজে পেয়েছি চরম বাস্তবতা।